অধ্যাপক পুলিন দে নাগরিক স্মরণ পরিষদ গঠিত

64

মাস্টারদা সূর্য সেনের সহযোগী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক পুলিন দে’র ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ অক্টোবর নাগরিক স্মরণ সভার উদ্যোগ নিয়েছে ‘অধ্যাপক পুলিন দে নাগরিক স্মরণ পরিষদ’। এ উপলক্ষে প্রস্তুতি সভা গত ১৯ অক্টোবর নগরীর মোমিন রোডস্থ বঙ্গবন্ধু ভবনে চট্টলবন্ধু এস.এম জামাল উদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু লেখক সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ও জেলা নির্মূল কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন-স্বাধীনতা সংগ্রামী মানিক চৌধুরী তনয় দীপংকর চৌধুরী কাজল, স্বাধীনতা পদকে ভূষিত অধ্যাপক মো. খালেদ তনয় মো. জহির, শ্রমিকনেতা রহমত উল্ল্যা চৌধুরী তনয় হাবিব উল্ল্যাহ চৌধুরী ভাস্কর ও তনয়া রুবা আহসান, অনলাইন এক্টিভিষ্ট সুচিত্রা গুহ টুম্পা, রাজীব দাশ রাজু, সুমন চৌধুরী, মিথুন মল্লিক, সনেট চক্রবর্তী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শওকত বাঙালিকে আহŸায়ক ও সাবেক ছাত্রনেতা এ.কে.এম জাবেদুল আলম সুমনকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট ‘অধ্যাপক পুলিন দে নাগরিক স্মরণ পরিষদ’ গঠন করা হয়। পরিষদের অন্য সদস্যরা হলেন-দীপংকর চৌধুরী কাজল, মো. জহির, প্রফেসর ড. মোজাহেরুল আলম, অলিদ চৌধুরী, হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, হামিদ হোসাইন, আবু সাদাত মো. সায়েম, নাজমুল আলম খান, মিথুন মল্লিক, সুমন চৌধুরী, সনেট চক্রবর্তী, রুবা আহসান, রাজীব দাশ রাজু, সুচিত্রা গুহ টুম্পা, চন্দন চক্রবর্ত্তী, মো. সাহাব উদ্দিন, রুবেল চৌধুরী। সভায় বক্তারা আগামী ৩১ অক্টোবর অধ্যাপক পুলিন দে নাগরিক স্মরণসভায় শুভাকাক্সক্ষীদের যথাসময়ে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদনের অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি