অধ্যক্ষ শামসুল হুদার ওরশ শরীফ

50

অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) এর ২৪তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির ১ম দিন শনিবার গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ এর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ, কর্ণ ছেদন, খৎনা, রক্তদান ও রক্ত গ্রুপ নির্ণয় ফটিকছড়ির সৈয়দ বাড়ি দরবার শরীফে দরবারের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলার (মুজিআ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষাবিদ ড. নূ ক ম আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান আবু হাসনাত চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ শাহ আলম, রোটারিয়ান আবু মুহাম্মদ তৌছিফ রেজা, রোটারিয়ান শাহাদাত হোসেন, আলহাজ্ব জিয়াউদ্দিন জিয়া, আইনজীবী এটিএম শোয়েব, ডা. মাঈনুল ইসলাম, ডা. ফয়সাল রানা। প্রায় শতাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা নেন, দুই শতাধিক কন্যা সন্তানের কর্ণ ছেদন, প্রায় ৫ শতাধিক রক্তের গ্রুপ নির্ণয় ও ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। পুরো ক্যাম্পটির পৃষ্ঠপোষকতা করে রোটারী ক্লাব অব চিটাগাং সুগন্ধা শাখা ও সার্বিক সহযোগিতা করে সন্ধানী ব্লাড ব্যাংকের চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট। প্রথম দিবসে মুহাম্মদ মনছুর সিকদারের সঞ্চালনায় অতিথি ও আলোচক ছিলেন মাওলানা মোস্ত মোল্লা, মুহাম্মদ সেলিম উদ্দিন, মাস্টার আবুল বশর, ডা. মুহাম্মদ শফিউল আজম, মুহাম্মদ শাহ্ জালাল, সংগঠক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ হাসান, মুহাম্মদ নুরুল হাকিম, মুহাম্মদ আরমান, মুহাম্মদ সুমন, মুহাম্মদ ফয়েজ, মুহাম্মদ নাছির, মুহাম্মদ বেলাল প্রমুখ। বিজ্ঞপ্তি