অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

186

নাজিরহাট কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা গোপাল কৃষ্ণ মুহুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০০১ সালের ১৬ নভেম্বর সকাল সোয়া ৭টার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা নগরীর জামাল খান রোডের বাসায় মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে। এ হত্যাকাÐে তার স্ত্রী রেলওয়ের সাবেক অডিট কর্মকর্তা উমা মুহুরী বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দ্রæত বিচার ট্রাইব্যুনাল শিবির ক্যাডার গিট্টু নাসির, তসলিম উদ্দীন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীরের ফাঁসির আদেশ দেয়। পরবর্তীতে গিট্টু নাসির ক্রসফায়ারে মারা যায়। আসামি মহিউদ্দিন ওরফে মাইন উদ্দীন, হাবিব খান, শাজাহান এবং সাইফুল ওরফে ছোট সাইফুলসহ ৪ জনের যাবজ্জীবন কারাদÐের আদেশ দেয় আদালত। উচ্চ আদালতে শাজাহান খালাস পেলেও বাকিদের সাজা বহাল থাকে। বর্তমানে মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিষ্ঠিত রোসাংগিরী বালিকা উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, কাকলী সংঘ, গোপাল কৃষ্ণ মুহুরী স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি