অতিরিক্ত অ্যাটর্নি পদে আসছেন কারা?

31

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শূন্য পদে কারা নিয়োগ পাচ্ছেন, তা নিয়ে সুপ্রিমকোর্ট অঙ্গনে জোর আলোচনা চলছে। গত ১৭ দিন ধরে এ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ শূন্য রয়েছে। কারা হচ্ছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে আইনজীবী মহলেও। গুরুত্বপূর্ণ এই পদ দুটিতে সরকার কাদের নিয়োগ দেবে- এ নিয়ে সবার মাঝে কৌত‚হল সৃষ্টি হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রপতি মঙ্গলবার দেশে ফিরেছেন। আমরা চিন্তাভাবনা করেই এ পদ পূরণ করবো।
১১ অক্টোবর এ্যাটর্নি জেনারেল হিসেবে এ এম আমিন উদ্দিন দায়িত্ব গ্রহণের পর দুই অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এর পর থেকেই শূন্য পদে নিয়োগ পেতে আইনজীবী’সহ ডেপুটি এ্যাটর্নি জেনালেবৃন্দ জোর লোবিং শুরু করেছে। এরই মধ্যে সম্ভাব্য যাদেও নাম শোনা গেছে তাদের মধ্যে রয়েছেন, সাবেক ডেপুটি এ্যাটর্নি জেনারেল ফরহাদ আহম্মেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান বুলু, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূইয়া, ব্যারিস্টার তানজীব উল আলম, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। এর বাইরে থেকে নিয়োগ হলে অবাক হবার কিছু নেই।
বর্তমানে এ্যাটর্নি কার্যালয়ে এ্যাটর্নি জোনারেল সহ মোট ২২৩ জন আইন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে একজন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল, ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৫৩ জন সহকারী এ্যাটনি জেনারেল রয়েছেন। আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, সততা এবং আইন পেশায় যোগ্যতা ও দক্ষতা আছে এমন আইনজীবী অথবা ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকেই দুইজন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হবে। সুপ্রীমকোর্টে বেশকিছু চাঞ্চল্যকর মামলা শুনানীর অপেক্ষায় রয়েছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত শূন্য পদে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া প্রয়োজন বলে আইন বিশেষজ্ঞগণ মনে করছেন।