অটোরিকশা মালিক-চালকের পরিচিতি কার্ড স্থাপন কার্যক্রম উদ্বোধন

58

গত ৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে পাঁচলাইশ থানা সংলগ্ন কাতালগঞ্জ মোড়ে চট্টগ্রাম মহানগর অটোরিকশা বেবিটেক্সি মালিক সমিতি(রেজি: ১৮৩৮) এর সভাপতি মো. হায়দার আজম চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন (রেজি: ১৪৪১) এর সহ সম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় মালিক ও চালকের পরিচিতির কার্ড স্থাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমদ খান বিপিএম, পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আমির জাফর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মো. তারেক আহমেদ খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রূপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল। এতে বক্তব্য রাখেন অত্র সমিতির সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, শ্রমিক সংগঠনের সভাপতি হাজী মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো ফোর স্টোক ও সিএনজি মালিক সমিতি (রেজি: ২২৩০) এর সাধারণ সম্পাদক মো. মনির, শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, মালিক সমিতির (রেজি: ২৭১০) সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক স্বপন সিংহ, মালিক সমিতি (রেজি: ১৮৩৮) এর সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল আনোয়ার কামরুল, শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদক মো. সোলায়মান প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম মোস্তাক আহমদ খান বলেন, গাড়িতে চালক ও মালিকের পরিচিতি কার্ড স্থাপনের পরে চালক-মালিক-যাত্রী সাধারণ উভয়ে উপকৃত হবে। যেমন গাড়ী ছিনতাই বা হারানো গেলে অনেক ক্ষেত্রে চালক ও মালিকের হদিস পাওয়া যায় না। সেক্ষেত্রে ঐ গাড়িগুলো ডাম্পিংয়ে বা পুলিশের ফাঁড়িতে কিংবা থানায় পড়ে থাকে। তিনি অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিংগুলোর মধ্যে সিলিং নির্ধারণ ও সিলিং অনুযায়ী চালকের পোষাক নির্ধারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনার মাধ্যমে দ্রূত সমস্যা সমাধাণের আশ্বাস প্রদান করেন। অতিথির বক্তব্যে মো. হারুনুর রশীদ বলেন, চট্টগ্রাম মহানগরীর সিএনজি অটোরিকশা চালকেরা বর্তমানে অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিংয়ের দৌরাত্ম্যে তারা অসহায় হয়ে পড়েছে। সভাপতির সমাপনী বক্তব্যে হায়দার আজম চৌধুরী বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের ক্ষেত্রে সিএনজি অটোরিকশাকে সর্বনিম্ন জরিমানার আওতায় আনা ও দক্ষ চালকদের বিআরটিএ কর্তৃক সহজ শর্তে লাইসেন্স প্রদানের আহব্বান জানান এবং সর্বোপরি সকল মালিক ও চালককে ১৫ ডিসেম্বরের মধ্যে পরিচিতি কার্ড মালিকগণ মালিক সমিতির অফিস ও চালকগণ চালক শ্রমিক ইউনিয়ন থেকে পরিচিতি কার্ড/ ডাটা বেইজ স্থাপনের আহব্বান জানান। এতে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নাজমুল হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সুলতান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টিআই (প্রশাসন উত্তর) মো. মহিউদ্দিন খান, স্থানীয় টিআই (চকবাজার) মো. জাকারিয়া। বিজ্ঞপ্তি