অটোরিকশা-টেম্পো শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

18

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সাবেক নৌ পরিবহন সংক্রান্ত মন্ত্রণালয়ের সফল মন্ত্রী শাহজাহান খান এমপি’র বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চনের করা শতকোটি টাকার মানহানীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সম্প্রতি বহদ্দার হাট মোড়ে চট্টগ্রাম অটোরিকশা- অটোটেম্পো শ্রমিক ইউরিনয়নের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মছিল অনুষ্ঠিত হয়। ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মান এর সভাপতিত্বে সহ-সম্পাদক মো. ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই্উনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন। সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আমাদের অভিভাবক সংগঠন, সেই সংগঠনের কার্যকরী সভাপতির বিরুদ্ধে যে মানহানীর মিথ্যা মামলা করা হয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক বলে আমরা মনে করি। আজকে তিনি শ্রমিকদের স্বার্থের কথা চিন্তা করে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের ক্ষেত্রে সংশোধন দাবী করেছেন বিধায় উনার বিরুদ্ধে অহেতুক মিথ্যা মানহানী মামলা করেছেন। এতে আরও বক্তব্য রাখেন ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. কামাল ভান্ডারী, ওমেন কলেজ উপ কমিটির সভাপতি মো. হাসান মোল্লা, মো. হোসেন, মো. ইউছুপ, মো. আবুদল হক, মো. শাহাবুদ্দীন, মো. লোকমান প্রমুখ। বিজ্ঞপ্তি