অজি পেসে নাকাল শ্রীলঙ্কা

16

গ্যাবার বাউন্সি উইকেটে গতির ঝড় তুললেন অস্ট্রেলিয়ার পেসাররা। সেই ঝড়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা। বৃহস্পতিবার প্রথম ইনিংসে মাত্র ১৪৪ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। জবাবে ২ উইকেটে ৭২ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে অজিরা। আউট হয়ে ফিরে গেছেন জো বার্নস (১৫) আর উসমান খাজা (১১)। ওপেনার মার্কাস হ্যারিস ৪০ আর নাইটওয়াচম্যান নাথান লায়ন শূন্য রানে অপরাজিত আছেন।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়াটাই যেন শ্রীলঙ্কার জন্য কাল হয়েছে। একশ’র আগেই অলআউট হয়ে যেতে পারত তারা। ভাগ্যিস সাতে ব্যাট করতে নামা নিরোশান ডিকওয়েলা ৭৮ বলে ৬৪ রানের একটি ইনিংস খেলেছিলেন। ডিকওয়েলা ছাড়া দুই অংকের কোটা ছুঁতে পেরেছেন আর তিনজন- দিমুথ কারুনারতেœ (২৪), লাহিরু থিরিমান্নে (১২) আর কুশাল মেন্ডিস (১৪)।
অস্ট্রেলিয়ার পক্ষে মাত্র ৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার প্যাট কামিন্স। অভিষিক্ত ঝাই রিচার্ডসনের শিকার ২৬ রানে ৩টি। ২টি উইকেট গেছে মিচেল স্টার্কের পকেটে। অপর উইকেটটি নাথান লায়নের।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৪৪ (ডিকওয়েলা ৬৪, কারুনারত্নে ২৪, কুশাল মেন্ডিস ১৪; কামিন্স ৪/৩৯, রিচার্ডসন ৩/২৬, স্টার্ক ২/৪১০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭২/২ (বার্নস ১৫, খাজা ১১, হ্যারিস ৪০*, লায়ন ০*; লাকমল ১/২৭)