অগ্রসার বৌদ্ধ অনাথালয় পরিদর্শনে টোকিও ইউনিভার্সিটির শিক্ষক

47

রাউজানে অগ্রসার বৌদ্ধ অনাথালয়ের পাশে দাঁড়ালেন টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এর প্রফেসর, জাপানের দাইওয়া বায়োলজিক্যাল রিসোর্স ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ এর আন্তর্জাতিক উপদেষ্টা ড.টাকাকি ওযুমি গত শুক্রবার অগ্রসার মেমোরিয়াল সোসাইটি পরিদর্শন কালিন সময় তিনি অগ্রসার বৌদ্ধ অনাথালয়ের ৪৫০ জন ছেলে-মেয়েদের উন্নত জীবন যাপনের লক্ষে ১০ (দশ) লক্ষ টাকা ব্যয়ে উন্নত মানের খাট-তোষকসহ রাত্রি যাপনের প্রয়োজনীয় সামগ্রী আনুষ্ঠানিক হস্তান্তর করেন এবং অগ্রসার বৌদ্ধ অনাথালয় নিয়ে আগামী পাঁচ বছরের একটি কর্ম পরিকল্পনা ঘোষণা করেন। যার মধ্যে সুপেয় পানি, উন্নত আহার, উন্নত জীবন যাপনের লক্ষে হোস্টেল নির্মাণসহ বিভিন্ন প্রকল্প। একই সাথে মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরোর ক‚ল বধূ, ফিলিপাইন প্রবাসী, মেমোরিয়াল সোসাইটির পৃষ্ঠপোষক অধ্যাপক স্মৃতি বড়ুয়া ৪৫০জন অনাথ ছেলে-মেয়ে যাতে এক সাথে চেয়ার টেবিলে বসে আহার গ্রহণ করতে পারে তার জন্য দুই লক্ষ টাকা ব্যয়ে ডাইনিং চেয়ার টেবিলের ব্যবস্থা করেন এবং একদিনের আহারের ব্যবস্থার মাধ্যমে তা উদ্বোধন করেন মহাসংঘনায়কের ভ্রাতুষ্পুত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন পরিচালক, জাপানের সেইসা ইউনিভার্সিটির প্রফেসর, চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর ড. সুমন বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের, মহাসচিব সুমিত্তানন্দ মহাথের, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া, শিক্ষাবিদ সমীরণ বিকাশ বড়ুয়া, প্রধান শিক্ষক প্রতুল বড়ুয়া, মং হ্লা চিং রাখাইন, রবীন্দ্র লাল বড়ুয়া, অধীর চন্দ্র বড়ুয়া, অধ্যাপক স্মৃতি বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, সুভাষ চন্দ্র বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, উজ্জ্বল কান্তি বড়ুয়া, সৌম্যম বড়ুয়া বাপুন, ওইযুমির জাপানিজ সহকর্মীসহ অগ্রসার মেমোরিয়াল সোসাইটি ও আনাথালয়ের কর্মকর্তাবৃন্দ।