অগ্রসার বৌদ্ধ অনাথালয় পরিদর্শনে নরওয়ে বাংলাদেশ এসোসিয়েশন

50

বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘের বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্র, মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের প্রতিষ্ঠিত, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ পরিচালিত, অগ্রসার বৌদ্ধ অনাথালয় পরিদর্শনে আসেন ইউরোপিয়ান ইউনিয়ন অধিভ‚ক্ত দেশ নরওয়ের মানবিক উন্নয়ন ম‚লক সংস্থা নরওয়ে বাংলাদেশ এসোসিয়েশন কর্মকর্তাবৃন্দ। গত বৃহস্পতিবার নরওয়ে বাংলাদেশ এসোসিয়েশন (এনবিএ) এর প্রেসিডেন্ট আরনেস্ট অত্থো রপস্টেড, এনবিএ’র কর্মকর্তা এন্ডার্স ল্যাঙ্গানজেন এবং ওডজিযার কুমেন অগ্রসার কমপ্লেক্সে পৌঁছলে মেমোরিয়াল সোসাইটির কর্মকর্তা ও অনাথালয়ের ছেলে-মেয়েরা পুষ্পিত অভিনন্দন জানান। বাংলাদেশ এসোসিয়েশন নরওয়ের সভাপতি এরেন্টস ওটো রোপসটান্ড, এন্ড্রেস লেংগুয়েন, ওডোগ্রী কুমেন, অগ্রাসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ভদন্ত সুমিত্তানন্দ মহাথের তাঁদের মেমোরিয়াল সোসাইটি পরিচালিত অগ্রসার বৌদ্ধ অনাথালয়সহ অগ্রসার বালিকা মহাবিদ্যালয়, অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়, অগ্রসার হেল্থ কমপ্লেক্স, অগ্রসার-সেইসা সিগাল গার্মেন্টস এন্ড ট্রেনিং সেন্টার, মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরর নির্মাণাধীন স্মৃতিমন্দির ঘুরে দেখান। এছাড়া হোয়ারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষা পূর্ব ক্লাস পার্টিতে অংশ নিয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষক মÐলীর সাথে কেক কেটে খুশি বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু, অধ্যাপক ড.সুব্রত বরণ বড়ুয়া, মং হ্ল চিং, অধ্যক্ষ সুলেখা পাল, অধ্যাপক স্মৃতি বড়ুয়া, প্রধান শিক্ষক প্রতুল বড়ুয়া, রণধীর বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক রণজিৎ বড়ুয়া, অধীর চন্দ্র বড়ুয়া, উজ্জ্বল কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষিকা মলি�কা বড়ুয়া, মিসেস মং হ্লা চিং (সুচিত্রা), সৌম্যম বড়ুয়া বাপুন, সুভাষ চন্দ্র বড়ুয়াসহ কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন কালীন সময় এনবিএ’র কর্মকর্তাবৃন্দ অনাথালয়ের ৪৫০ জন আনাথ ছেলে-মেয়ের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, অনাথালয়ের ঝুঁকিপূর্ণ ভবনসহ বৈদ্যুতিক লাইনের সংস্কার ও একটি নতুন ভবনের প্রতিশ্রæত দেন। রাউজান প্রতিনিধি