অগ্নি-৪ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

57

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি ৪-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। রবিবার চার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় দেশটির সেনাবাহিনী। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে উড়িষ্যা উপকূলের ড. আবুল কালাম দ্বীপে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এ নিয়ে সপ্তমবারের মতো অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত। এর আগে চলতি বছরের ২ জানুয়ারি একই ঘাঁটি থেকে সর্বশেষ সফল পরীক্ষা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড (এসএফসি)। পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়ে যাবতীয় লক্ষ্য অর্জন করার দাবি করে ভারতের প্রতিরক্ষা বাহিনী এই পরীক্ষাকে ‘সম্পূর্ণ সফল’ বলে অভিহিত করেছে। খবরে বলা হয়েছে, একটি ভ্রাম্যমাণ উৎক্ষেপক থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালানো হয়। এ সময় ক্ষেপণাস্ত্রটির সব ধরনের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করা হয়। ভারতের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির সব ধরনের প্যারামিটারের গতিবিধি পর্যবেক্ষণ করতে উড়িষ্যা উপকূলে রাডার ও ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম স্থাপন করা হয়। চূড়ান্ত লক্ষ্যে আঘাত হানা পর্যবেক্ষণ করতে নৌবাহিনীর দুটি জাহাজও মোতায়েন করা হয়। ভারতের নির্মিত চার হাজার কিলোমিটার দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটির ওজন ১৭ টন।
দুই ধাপে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তিসম্পন্ন। পঞ্চম প্রজন্মের কম্পিউটার ও প্রকৌশল বিজ্ঞানে নির্মিত এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময়ে নিজে নিজেই ভুল সংশোধন করে পথনির্দেশ দিতে পারে। এর রিং লেজার গাইরো-বেজড ইন্টারশিয়াল নেভিশেগন সিস্টেম (আরআইএনএস) লক্ষ্যবস্তুতে আঘাত হানা নিশ্চিত করতে পারে। অগ্নি-১, ২, ৩ এবং পৃথ্বীর মতো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ভারতীয় সশস্ত্র বাহিনীর বহরে যুক্ত হওয়ায় দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বেড়েছে বলে ধারণা করা হয়। বাংলাট্রিবিউন