অংকুর সোসাইটি গার্লস হাইস্কুলে পুরস্কার বিতরণী

282

নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ অংকুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত রোববার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উপ পর্ষদের আহবায়ক সৈয়দ রফিকুল আনোয়ার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম ও বিএফইউজে’র সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দি চিটাগাং কো. অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর সাধারণ সম্পাদক মো. শাহজাহান, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উপ পর্ষদের সদস্য মো. আলমগীর পারভেজ। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক লিলি বড়ূয়া। মঞ্চে উপস্থিত ছিলেন অংকুর সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মো. ইদ্রিস, সদস্য নুরুল ইসলাম মিনু, আলাউদ্দীন আলম, রাশেদুল আমিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য সৈয়দ শাহারিয়া পারভেজ, মো. শাহ আলম, শিপ্তী মহাজন, সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক পরিচালক মো. সাজ্জাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যথাক্রমে সহকারি শিক্ষক শ্বেতা বড়ূয়া চৌধুরী ও কাজি সুলতানা ইয়াছমিন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করতে হবে। কারণ মেধা মননের পূর্ণ বিকাশে সহশিক্ষা কার্যক্রমেরও গুরুত্ব রয়েছে। বিজ্ঞপ্তি