সিরিয়া থেকে ৪০০ মার্কিন মেরিন সেনা সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। ইসলামিক স্টেট (আইএস)’র কবল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহর পুনরম্নদ্ধারে কুর্দি যোদ্ধাদের সহযোগিতা দিয়েছেন এসব মার্কিন সেনা। বৃহস্পতিবার জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাকা শহর সন্ত্রাসীমুক্ত হওয়ায় এবং আইএস পরাজিত হওয়ায় মার্কিন মেরিন সেনাদের স্বদেশে ফিরিয়ে নেয়া হচ্ছে।’ জোটের অপারেশন ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল জোনাথন ব্রাগা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সুবিধামত সময়ে আমরা আমাদের সেনাদের সরিয়ে নিচ্ছি।