সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ২০১৮ সালের ইন্টার্নি ডাক্তারদের যোগদান উপলক্ষে ওরিয়েন্টেশন সভা গতকাল সকালে ডা. ঝুলন দাশের সভাপতিত্বে হাসপাতালের শিশু বিভাগে অনুষ্ঠিত হয়। এতে শপথবাক্য পাঠ করান অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. অলক বিশ্বাস, ডা. এমএ কাসেম, ডা. জয়ব্রত দাশ, ডা. নাসিমা আক্তার, ডা. দেওয়ান আমাদউল্লাহ, ডা. আতিক বাপ্পী, ডা. হাসনা হেনা প্রমুখ।
সভায় বক্তারা নবীন ডাক্তারদের সুন্দর ব্যবহার ও মানবসেবায় ব্রতী হয়ে সর্বস্তরের জনগণের পাশে থেকে সুস্থ ও সুন্দর দেশ গড়ার উপদেশ দেন। বিজ্ঞপ্তি