টিকটিকিটার লেজ পড়েছে
কে ছুঁয়েছে খোকা
অংশ লেজের তিড়িং বিড়িং
দেখেই খোকন বোকা ।
গতরটা হিম ভয় পেয়েছে
কেমোনতরো পোকা
ছুঁইলে দেহ ভাগ হয়ে যায়
দিচ্ছে বুঝি ধোঁকা ।
না না না টিকটিকিটা
একদম একরোখা
তাকায় কেমোন মিনমিনে যে
আসলে একচোখা ।
বুকের ভেতর ধুকপুকানি
রেগেই গেলে ব্যাটা
কামড়ে দিতে চাইলে তারে
করবো লাঠিপেটা ।
পাখির মেলা
শাফায়েত হোসেন
গাছের ডালে শিমুল বনে
নানান রঙের পাখি,
সবুজ পাতায় রংটা মেখে
করে ডাকাডাকি।
মধুর সুরে গান করে যায়
পাহাড় বনে ছোটে,
কিচিরমিচির আওয়াজ শুনে
খোকা-খুকি ওঠে।
রং বাহারি পাখির গায়ে
মধুর কণ্ঠে সুর,
পাখির ডানায় সূর্য হাসে
প্রভাত রাঙা ভোর।
ডানা মেলে উড়ে উড়ে
স্বপ্ন দেখায় বেশ,
পাখপাখালির মেলা হলো
আমার বাংলাদেশ।
নবান্ন
মিসবাহ উদ্দিন জামিল
সবুজ মাঠে ধান পেকেছে
চাষার মুখে হাসি,
ধানের গন্ধে সব চাষারা
মুগ্ধ রাশি রাশি।
ধানের গন্ধে চাষার মনে
বইছে খুশির হাওয়া,
ধান পেয়ে যে ভরবে গোলা
এটাই চাষার চাওয়া।
ধান কেটে আজ ভরবে গোলা
নেই চাষাদের ঘুম,
পাড়া গাঁয়ে উঠবে মেতে
নবান্নেরই ধুম।