চন্দনাইশ দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযানে ৪০ লিটার মদসহ ১ জনকে আটক করে। গত ১১ জানুয়ারি ভোরে দোহাজারী পৌরসভাস্থ ডাকবাংলো আহাম্মদ ছফা সওদাগরের সড়কের আব্দুর রহমানের ফার্নিচার দোকানের সামনে দেশীয় তৈরী চোলাই মদ বিক্রিকালে বান্দরবান শুয়ালকের মো. ইসলামের ছেলে মো. গিয়াস উদ্দিন (৩০) কে আটক করে। এ সময় তার নিকট থেকে ৪০ লিটার মদ উদ্ধার করা হয়। মাদক বহনকারী মোটরসাইকেল আটক করা হয়। এ ব্যাপারে থানা পুলিশ বাদি হয়ে চন্দনাইশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গত সোমবার গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার।